You are currently viewing ভিউ ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম চক্ষু শিবির

ভিউ ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম চক্ষু শিবির

  • Post author:
  • Post category:Eye Camp
  • Post last modified:November 13, 2022

আইসড়ার পূর্বের চক্ষু শিবিরটি সফলভাবে পরিচালিত হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। তাই ভিউ ফাউন্ডেশন এর পঞ্চম চক্ষু শিবিরটি আইসড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অসংখ্য রোগীর উপস্থিতিতে পরিচালিত হয়। ১১ মার্চ ২০২২ তারিখে টাঙ্গাইল জেলার, আইসড়া গ্রামে চোখের ৩৯ জন পুরুষ ও ২৫ জন মহিলা রোগীকে অপারেশনের জন্য প্রাথমিক বাছাই করা হয়। পরের দিন ১২ মার্চ ২০২২ তারিখে পুরুষ ও মহিলাসহ ৫৮ জন রোগী ঢাকায় অপারেশনের জন্য আইসড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হলে তাদেরকে চারটি মাইক্রোবাসে করে আলেয়া চক্ষু হাসপাতাল ঢাকায় ভর্তি করা হয়। ঐ দিনই ৫৭ জন রোগীকে সফলভাবে ছানি অপারেশন ও আই ও এল (IOL) কৃত্রিম লেন্স সংযোজন করাসহ প্রত্যেক রোগীকে ঔষধ ও কালো চশমা প্রদান করা হয়। ১ জন রোগী শারিরীকভাবে প্রস্তুত না হওয়ায় তাকে সহ অপারেশন শেষে রোগীদেরকে মাইক্রোবাসে করে আইসড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হয়।

চক্ষু শিবিরটি পরিচালনা ও আর্থিক সহযোগীতায় ভিজুয়ালি ইম্পেয়ার্ড এডুকেশন এ্যান্ড ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (ভিউ ফাউন্ডেশন), ঢাকা।