Our Hospitals

‘সাইট ফর অল‘ ভিউ ফাউন্ডেশনের একটি প্রকল্প, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে দেশীয় জনবল এবং সহায়তার মাধ্যমে দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষদের ছানি অপারেশনের ব্যবস্থা করা। এ প্রকল্পের আওতায়, ভিউ ফাউন্ডেশন এবং এর সহযোগী সংস্থার মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর এবং টাঙ্গাইল জেলায় ২০২২-২০২৭ সালে ১ম ধাপে পরিক্ষামূলকভাবে কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময়ে সর্বমোট ১০,০০০ দরিদ্র ছানি রোগীদের এ প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। ভিউ ফাউন্ডেশন ছানি অপারেশন কার্যক্রম বাস্তবায়নের জন্য টাঙ্গাইল জেলার করটিয়াতে একটি চক্ষু হাসপাতাল স্থাপন করতে যাচ্ছে। শুরুতে হাসপাতালটি হবে ২০ শয্যাবিশিষ্ট এবং পরবর্তীতে হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করা হবে। ফেব্রুয়ারি ২০২৩-এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।

শুরুতে এখানে S,I,C,S পদ্ধতিতে কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে চোখে অস্ত্রপচার সম্পন্ন করা হবে। পরবর্তীতে সর্বাধুনিক Phaco (ফ্যাকো) মেশিনের মাধ্যমে ফোল্ডিং কৃত্রিম লেন্স সংযোজন করে ছানি অপারেশন করা হবে। যাদের আর্থিক সক্ষমতা আছে তারা অর্থের এ হাসপাতাল থেকে সুলভমূল্যে চক্ষু চিকিৎসা নিবেন। দরিদ্র চক্ষু রোগীদের যাকাত ও দানের অর্থ থেকে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।