About Us
ভিজুয়্যলী ইমপেয়ার্ড এডুকেশন এ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ভিউ ফাউন্ডেশন) ট্রাস্ট আইন ১৮৮২ এর আওতায় নিবন্ধিত একটি অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক বেসরকারী সংস্থা। ভিউ ফাউন্ডেশন ২০১২ সাল থেকে দৃষ্টি প্রতিবন্ধি এবং অন্যান্য প্রতিবন্ধি ব্যক্তিদের শিক্ষা উপকরণ সরবরাহ এবং আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ করে আসছে।
‘সাইট ফর অল‘ ভিউ ফাউন্ডেশনের একটি প্রকল্প, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে দেশীয় জনবল এবং সহায়তার মাধ্যমে দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষদের ছানি অপারেশনের ব্যবস্থা করা। এ প্রকল্পের আওতায়, ভিউ ফাউন্ডেশন এবং এর সহযোগী সংস্থার মাধ্যমে টাঙ্গাইল, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, সিরাজগঞ্জ, পাবনা, জামালপুর এবং ময়মনসিংহ জেলায় ২০২২-২০২৭ সালে ১ম ধাপে পরিক্ষামূলকভাবে কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময়ে সর্বমোট ১০,০০০ দরিদ্র ছানি রোগীদের এ প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। ভিউ ফাউন্ডেশন ছানি অপারেশন কার্যক্রম বাস্তবায়নের জন্য টাঙ্গাইল জেলার করটিয়াতে একটি চক্ষু হাসপাতাল স্থাপন করতে যাচ্ছে। শুরুতে হাসপাতালটি হবে ২০ শয্যাবিশিষ্ট এবং পরবর্তীতে হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করা হবে। ফেব্রুয়ারি ২০২৩-এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।
শুরুতে এখানে S,I,C,S পদ্ধতিতে কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে চোখে সেলাইবিহিন অস্ত্রপচার সম্পন্ন করা হবে। পরবর্তীতে সর্বাধুনিক Phaco (ফ্যাকো) মেশিনের মাধ্যমে ফোল্ডিং কৃত্রিম লেন্স সংযোজন করে ছানি অপারেশন করা হবে। যাদের আর্থিক সক্ষমতা আছে তারা নিজ অর্থে এ হাসপাতাল থেকে সুলভমূল্যে চক্ষু চিকিৎসা গ্রহন করতে পারবেন। দরিদ্র চক্ষু রোগীদের যাকাত ও দানের অর্থ থেকে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।
ছানি রোগীদেরকে চক্ষু শিবির আয়োজনের মাধ্যমে শনাক্ত করা হবে। অন্যান্য হাসপাতাল বা ক্লিনিক থেকে সুপারিশকৃত দরিদ্র রোগীদেরও ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। শনাক্তকৃত ছানি রোগীদের নির্ধারিত দিনে ক্যাম্প এলাকা থেকে হাসপাতালে আনা হবে এবং অপারেশনের পর ক্যাম্প এলাকায় পৌঁছে দেয়া হবে।
ভিউ ফাউন্ডেশন কিছু দানশীল ব্যক্তি ও সংস্থার সহায়তায় ফেব্রুয়ারী ২০২২ থেকে জুন ২০২২ পর্যন্ত টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ জেলায় ৭টি চক্ষু শিবির থেকে ২৭১ জন দরিদ্র ছানি রোগীকে টাঙ্গাইলের ১টি এবং মিরপুর, ঢাকার ২টি বেসরকারি চক্ষু হাসপাতালে নিয়ে এসে ছানি অপারেশনের ব্যবস্থা করেছে। প্রত্যেক রোগী চক্ষু অপারেশনের পর তাদের দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। অপারেশনের পর প্রত্যেক রোগীকে কালো চশমা ও প্রয়োজনীয় ঔষধ এবং যথাযথ নির্দেশনা সম্বলিত ব্যবস্থাপত্রসহ নিজ নিজ এলাকায় মাইক্রোবাস যোগে পৌঁছে দেওয়া হয়েছে।