মানব কল্যানে ভিউ ফাউন্ডেশন এবার আরেকটি নতুন কাজের সাথে যুক্তহলো। ২,৩ ও ৪ ফেব্রুয়ারী ২০২২ তারিখে টাঙ্গাইল জেলার, পৌলী গ্রামে গরীব অসহায় চোখের ৫ জন মহিলা ছানি রোগী ও ১ জন মহিলা নেত্রনালী রোগীকে অপারেশনের জন্য প্রাথমিক বাছাই করা হয়। পরের দিন ৫ ফেব্রুয়ারী ভূঞাপুর, টাঙ্গাইল চক্ষু হাসপাতালে মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। ছানি অপারেশনের জন্য ১ রাত রোগীদেরকে হাসপাতালে রাখা হয়। ৬ ফেব্রুয়ারী ২০২২ তারিখে ৫ জন রোগীকে সফলভাবে ছানি অপারেশন ও আই ও এল (IOL) কৃত্রিম লেন্স সংযোজন করা হয় এবং ১ জন রোগীকে সফলভাবে নেত্রনালী অপারেশন করা হয়। প্রত্যেক রোগীকে ঔষধ ও কালো চশমা প্রদান করা হয় এবং রোগীদেরকে মাইক্রোবাসে করে পৌলী গ্রামে পৌঁছে দেওয়া হয়।
চক্ষু শিবির পরিচালনায় আর্থিক সহযোগীতা প্রদান করে রোটারী ক্লাব অফ বারিধারা, ঢাকা।
এবং চক্ষু শিবিরটি পরিচালনা করে ভিজুয়ালি ইম্পেয়ার্ড এডুকেশন এ্যান্ড ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (ভিউ ফাউন্ডেশন), ঢাকা।