ভিউ ফাউন্ডেশন এর তৃতীয় চক্ষু শিবিরটি কফিল উদ্দীন ইনস্টিটিউট মজিদপুর দয়হাটা, শ্রীনগর, মুন্সিগঞ্জে পরিচালিত হয়। উত্সব মুখর পরিবেশে ২৫ ফেব্রুয়ারী ২০২২ তারিখে গরীব অসহায় চোখের ৩১ জন পুরুষ ও ২৭ জন মহিলা সর্বমোট
৫৮ জন ছানি রোগীকে অপারেশনের জন্য প্রাথমিক বাছাই করা হয়। পরের দিন ২৬ ফেব্রুয়ারী ২০২২ তারিখে পুরুষ এবং মহিলা ছানি রোগী সহ সর্বমোট ৫০ জন রোগী অপারেশনের জন্য কফিল উদ্দিন ইনস্টিটিউটে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ঢাকায় চক্ষু হাসপাতালে আসার জন্য হাজির হন। হাসপাতালে আবাসিক সঙ্কটের কারণে সেদিন মহিলা এবং পুরুষ সহ মোট ২৬ জন রোগীকে দুইটি মাইক্রোবাসে করে আলেয়া চক্ষু হাসপাতাল ঢাকায় ছানি অপারেশনের জন্য নিয়ে আসা হয় এবং সফলভাবে ছানি অপারেশন ও আই ও এল (IOL) কৃত্রিম লেন্স সংযোজন করাসহ প্রত্যেক রোগীকে ঔষধ ও কালো চশমা প্রদান করা হয়।
অপারেশনের জন্য ১ রাত রোগীদেরকে হাসপাতালে রাখা হয়। ২৭ ফেব্রুয়ারী ২০২২ তারিখে দুইটি মাইক্রোবাসে করে মজিদপুর দয়হাটা কফিল উদ্দীন ইনস্টিটিউটে পৌঁছে দেওয়া হয় এবং মাইক্রোবাসে করে বাকী ২৪ জনকেও হাসপাতালে নিয়ে আসা হয়। ২৪ জনের মধ্য হতে ১২ জন রোগীকে খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ ফেব্রুয়ারী ২০২২ তারিখে ১২
জন রোগীকে আলেয়া চক্ষু হাসপাতালে সফলভাবে ছানি অপারেশন ও আই ও এল (IOL) কৃত্রিম লেন্স সংযোজন করাসহ প্রত্যেক রোগীকে ঔষধ ও কালো চশমা প্রদান করা হয়। অপারেশনের জন্য ১ রাত রোগীদেরকে হাসপাতালে রাখা হয় এবং ২৮
ফেব্রুয়ারী ২০২২ তারিখে মাইক্রোবাসে করে মজিদপুর দয়হাটা কফিল উদ্দীন ইনস্টিটিউটে পৌঁছে দেওয়া হয়। সর্বশেষ ১২ জন রোগীকে খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতালে ২৮ ফেব্রুয়ারী ২০২২ তারিখে সফলভাবে ছানি অপারেশন ও আই
ও এল (IOL) কৃত্রিম লেন্স সংযোজন করাসহ প্রত্যেক রোগীকে ঔষধ ও কালো চশমা প্রদান করা হয়। অপারেশনের জন্য ১ রাত রোগীদেরকে হাসপাতালে রাখা হয় এবং ২৯ ফেব্রুয়ারী মাইক্রোবাসে করে মজিদপুর দয়হাটা কফিল উদ্দীন ইনস্টিটিউটে পৌঁছে দেওয়া হয়।
বিঃ দ্রঃ এখানে মোট ৫০ জন ছানি অপারেশনের রোগীর মধ্যে হতে ৩০ জনকে আর্থিক সহযোগীতা প্রদান করে রোটারী ক্লাব অফ বারিধারা, ঢাকা। এবং ভিউ ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় ১২ জনকে অপারেশন করা হয়। চক্ষু শিবিরটি পরিচালনা করে ভিজুয়ালি ইম্পেয়ার্ড এডুকেশন এ্যান্ড ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (ভিউ ফাউন্ডেশন), ঢাকা।